ওয়েবমেট্রিক্স র্যাঙ্কিং
দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ, ২য় ড্যাফোডিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০৬:২৭ PM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪, ০৬:২৭ PM
স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের বৈশ্বিক উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানগুলোর র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমস্থানে উঠে এসেছে দেশের প্রথম বেসরকারি উচ্চশিক্ষালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্পেন থেকে সম্প্রতি প্রকাশিত ওয়েবমেট্রিক্স ওয়েবসাইটের ‘র্যাংকিং ওয়েব অব ইউনিভার্সিটিজ’থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির অবস্থান ৫ম (বিশ্ব র্যাঙ্কিং ১৭১৭)। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান ৬ষ্ঠ (বিশ্ব র্যাঙ্কিং ১৯৯৯)।
বরাবরের ন্যায় এবারও দেশ সেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে যার অবস্থান ১ হাজার ১২৮। যা গত বছরে ছিল ১ হাজার ৫১। এদিকে গত বছরের অবস্থান ধরে রাখতে না পেরে দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয় অবস্থানে বসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। যার আন্তর্জাতিক অবস্থান ১ হাজার ৪০৬তম। অন্যদিকে তৃতীয় অবস্থান থেকে এক ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে এসেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। যার বিশ্ব র্যাঙ্কিং ১ হাজার ৩৮৩তম।
তালিকায় দেশসেরা শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাঙ্কিং ১৪০৮), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাঙ্কিং ১৭১৭), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র্যাঙ্কিং ১৯৯৯), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাঙ্কিং ২০০৭), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাঙ্কিং ২১১০), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাঙ্কিং ২২৪২), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাঙ্কিং ২২৯৪)।
প্রসঙ্গত, এই র্যাংকিং প্রণয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে মাদ্রিদভিত্তিক এই প্রতিষ্ঠান। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়।
২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এটি প্রকাশ করে থাকে।