চীনা সরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল দেশের ১৫০ শিক্ষার্থী
- ইউআইটিএস প্রতিনিধি
- প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১১:৪৯ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ১২:৩১ AM
ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ২০২৪ সালের চীনা সরকারি বৃত্তি এনরোলমেন্ট পরীক্ষা সফলভাবে আয়োজন করেছে। হুয়াজং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এইচ.ইউ.এস.টি) জন্য এই বৃত্তি দিচ্ছে চীন সরকার।
বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া তিনটি দেশজুড়ে গত ১৫ জানুয়ারি এনরোলমেন্ট পরীক্ষাটির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করেছে বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার।
চাইনিজ সরকারি স্কলারশিপ প্রোগ্রাম একটি মর্যাদাপূর্ণ উদ্যোগ যার লক্ষ্য আন্তর্জাতিক উচ্চশিক্ষায় বিনিময় এবং সহযোগিতা বৃদ্ধি করা। এই উদ্যোগের মাধ্যমে এইচইউএসটি শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ প্রদান করে। এইচইউএসটি বিজ্ঞান ও প্রযুক্তিতে ফোকাস করার জন্য পরিচিত চীনের উহানে অবস্থিত একটি গবেষণামূলক বিশ্ববিদ্যালয়। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে সেরা চাইনিজ ইউনিভার্সিটির মধ্যে এর অবস্থান ৮তম।
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাপী শিক্ষার সুযোগ গড়ে তোলার জন্য ইউআইটিএসের প্রতিশ্রুতিকে দৃঢ় করতে এই যুগান্তকারী ইভেন্টের আয়োজন করা হয়, যেখানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫০ জন স্নাতক ডিগ্রিধারী (গ্র্যাজুয়েট) পরীক্ষার্থী চীনের স্বনামধন্য বৈজ্ঞানিক ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টিতে তাদের একাডেমিক মাস্টার্স প্রোগ্রামে ভর্তিতে বৃত্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছে।
পরীক্ষার পর এইচইউএসটি একটি অংশগ্রহণমূলক সেমিনার সেশন পরিচালনা করে। এই অধিবেশনটির মাধ্যমে স্কলারশিপ প্রোগ্রাম সম্পর্কে ব্যাপক তথ্য পেয়ে শিক্ষার্থীরা উজ্জীবিত হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য চীনা সরকারের স্কলারশিপ প্রোগ্রামের আওতায় উচ্চশিক্ষায় মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে সম্ভাবনা তৈরি করেছে।