১৫ জানুয়ারি ২০২৪, ১৪:৫৮

গণ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির নেতৃত্বে রাসুল-পিংকি

রাসুল-পিংকি  © সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির (গবিসাস) ১১তম কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়েছে। নব নির্বাচিত এ কমিটিতে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে  আখলাক ই রাসুল এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সানজিদা জান্নাত পিংকিকে। 

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে গবিসাসের সদ্য বিদায়ী সভাপতি বরাতুজ্জামান স্পন্দনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কক্ষে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, 'তোমরা সমাজের দর্পন। তোমাদের অনেক দায়িত্ব রয়েছে। তোমরা সমালোচনা করবে তবে তা যেন ন্যায় সংগত হয়। তোমাদের উদ্দেশ্য সফল হোক।'

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্টার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ। আরও উপস্থিত ছিলেন গবিসাসের বর্তমান নেতৃবৃন্দ, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: বাঁচতে চান গবির সাবেক শিক্ষার্থী পল্লব, প্রয়োজন ১৫ লাখ টাকা

উক্ত ১০ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইউনুস রিয়াজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আফসানা মিজান মিমি, অর্থ সম্পাদক হুমায়রা রহমান সেতু, সাংগঠনিক সম্পাদক ইভা আক্তার, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান শোভন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. জনি শিকদার, কার্যনির্বাহী সদস্য মোজাহিদুল ইসলাম নিরব ও মো. আরিফুল ইসলাম।