শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি

  © সংগৃহীত

সাভারের আশুলিয়া ও বিরুলিয়া এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। রবিবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাঠে চার শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

ইস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের আর্থিক সহায়তায় প্রতি বছর শীতে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। তারই ধারাবাহিকতায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। এমন মানবিক উদ্যোগ গ্রহণের জন্য তিনি ক্লাব কমিটিকে ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. শামসুল হুদা, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শরিফ মনিরুজ্জামান সিরাজী, ফার্মেসি বিভাগের চেয়ারপারসন ড. আবু বিন ইহসান, ক্লাবের সমন্বয়কারী অধ্যাপক ড. শারমিন ইসলামসহ ইউনিভার্সিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ