নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল সাউথইস্ট বিশ্ববিদ্যালয়

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ

নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ
নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ  © সংগৃহীত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ফল সেমিস্টার ২০২৩-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।  

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি)-র চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ।

এসময় স্বাগত বক্তব্য রাখেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দীন আহমেদ। সাউথইস্ট বিশ্ববিদ্যালয় পরিচালক আইকিউএসি অধ্যাপক ড. এম. এ. হাকিম নবাগত শিক্ষার্থীদের মাঝে অনুষদের বিভিন্ন্ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দের পরিচিতি তুলে ধরেন।

আরও বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ