প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উদযাপিত হলো মহান বিজয় দিবস

  © টিডিসি ফটো

মহান বিজয় দিবসে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরীর নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে ব্যানার ও ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে যান তারা। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অনুষদের হেড, অতিরিক্ত রেজিস্ট্রার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

উপস্থিত সকলে একাত্তরের মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে ইউনিভার্সিটির গুলশানস্থ ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।


সর্বশেষ সংবাদ