২০তম বিডিসি-আইইউবিএটি প্রি ওয়ার্ল্ড শুরু কাল

২০তম বিডিসি-আইইউবিএটি প্রি ওয়ার্ল্ড বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে বৃহস্পতিবার
২০তম বিডিসি-আইইউবিএটি প্রি ওয়ার্ল্ড বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে বৃহস্পতিবার  © সংগৃহীত

২০তম বিডিসি-আইইউবিএটি প্রি ওয়ার্ল্ড বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর)। বাংলাদেশ বিতর্ক কাউন্সিলের সহযোগিতায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) এ বিতর্ক প্রতিযোগিতার  আয়োজন করতে যাচ্ছে ডিবেটিং ফোরাম অফ আইইউবিএটি।

বৃহস্পতিবার ভিন্ন ভিন্ন গ্রুপের বিতর্কের বাছাই পর্ব দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। আগামী শনিবার (১২ অক্টোবর) গ্র্যান্ড ফিনালের মাধ্যমে প্রতিযোগিতার শেষ হবে। এ প্রতিযোগিতা থেকে বিজয়ী দলের জন্যে থাকবে ওয়ার্ল্ড বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। এবারের বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্যে ৬৬টি দল এই প্রি ওয়ার্ল্ডস প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

আরো পড়ুন: মুট কোর্ট প্রতিযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব

প্রতিযোগিতার প্রথমদিন সারাদেশ থেকে আসা প্রায় ৪৫০ জন  শিক্ষার্থী এ আয়োজনে উপস্থিত  থাকবেন। প্রি-ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশিপ (প্রি-ওয়ার্ল্ডস) বাংলাদেশ ডিবেটিং কাউন্সিল (বিডিসি) দ্বারা প্রতি বছর আয়োজিত একটি প্রধান বিতর্ক প্রতিযোগিতা। সারাদেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীরা টুর্নামেন্টে অংশ গ্রহণ করে থাকে।


সর্বশেষ সংবাদ