পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় রানার্স আপ চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ)। আজ বুধবার (২৭সেপ্টেম্বর) চট্টগ্রামের হোটেল পেনিনসুলার জিনিয়া হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
দ্য পেনিনসুলা চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিষয় ছিলো 'পর্যটন শিল্পে সবুজ বিনিয়োগের প্রভাব'। এতে চট্টগ্রামের সরকারি-বেসরকারি মোট ১২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) এগারো শিক্ষার্থীর একটি দল এতে অংশ নেয়। দলের দলনেতা ছিলেন ইংরেজি বিভাগের মোহাম্মদ মনজুর হোসেন। এছাড়াও ইংরেজি বিভাগের রাহুল সেন গুপ্ত, নাজিবা ফারহিন, সাজিদ সামী চৌধুরী, বিবিএ বিভাগের আমানুর রহমান, চৌধুরী সিয়াম সাজিদ, ফারহিন আরা, রফিকুল আলম, মাহির মুনতাসির, প্রিতম পাল অরূপ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ শাহেদ বিন রফিক বিশ্ববিদ্যালয়ের দলের হয়ে অংশ নেন।
আরও পড়ুন: আবারও ইসলামিক ব্যাংকস শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান ড. গিয়াস উদ্দিন
এ ব্যাপারে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজিদ সামী চৌধুরী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের শিক্ষার্থীরা একত্রে অংশ নিয়ে এবারই প্রথম কোন আয়োজনে আমরা রানারআপ হয়েছি। এটা ভাবতেই অনেক বেশি ভালো লাগছে। আশা করি, সকলের সম্মিলিত চেষ্টায় আমরা আরো ভালো কাজ করতে পারবো।
একই বিভাগের ছাত্র ও চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ডিবেটিং সোসাইটি (এসডিএস) এর সহ-সভাপতি রাহুল সেন গুপ্ত বলেন, আমাদেরকে শুধুমাত্র একদিনের প্রস্তুতিতে সব করতে হয়েছে। এটা প্রথম প্রথম কষ্টসাধ্য হলেও এখন বেশ ভালোই লাগছে। ভবিষ্যতের ব্যাপারে আমরা আশাবাদী।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এদিকে বিজয়ী দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।