ব্র্যাক ইউনিভার্সিটিতে এমএড-পিজিডি করার সুযোগ, পরীক্ষা ৩ মে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০১:০৯ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৩:২৫ PM
২০২৩ শিক্ষাবর্ষের সামার সেশনে শিক্ষাগত নেতৃত্ব এবং স্কুলের উন্নতি (Educational Leadership and School Improvement) প্রোগ্রামে এমএড/পিজিডি (M.Ed./ PGD) করার সুযোগ দিচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল ২০২৩।
শিক্ষাগত নেতৃত্ব এবং স্কুলের উন্নতিতে এমইডি/পিজিডির ক্ষমতার বিকাশের লক্ষ্য:
• শিক্ষার বহুমুখী ক্ষেত্রে কাজ করতে আগ্রহী নতুন স্নাতক
• দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে ইচ্ছুক শিক্ষাবিদ ও স্কুল শিক্ষক তৈরি
• কর্মরত পেশাদার যারা শিক্ষার ক্ষেত্রে তাদের দক্ষতা বাড়াতে চান
• পরবর্তী প্রজন্মের জীবনে পরিবর্তন আনতে উচ্চাকাঙ্ক্ষী শিক্ষাবিদ তৈরি
প্রোগ্রামের বিশেষত্ব:
• নেতৃত্ব এবং ব্যবস্থাপনা একাডেমিয়া এবং গবেষণা
• যোগাযোগে উন্নত দক্ষতা
• বিশ্লেষণাত্মক এবং সমস্যা সমাধানের দক্ষতা
• শিক্ষাগত জ্ঞান, প্রাসঙ্গিকভাবে বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত
যোগ্যতা: কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিসহ ১৫ বছরের অধ্যয়নরত হতে হবে। শিক্ষার যেকোনো স্তরে তৃতীয় বিভাগ বা ২.৫০ এর নিচে গ্রহণযোগ্য নয়।
যেভাবে আবেদন: অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এখানে (admissions.bracu.ac.bd) অথবা ভিজিট করুন www.bracied.com
যোগাযোগ: ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট admissions@bracied.com, +880 1713 084 299 (সকাল 9টা-6টা, দুপুর 1টা-2টা বাদে, রবিবার-বৃহস্পতিবার)