গবির সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর 

লোগো
লোগো  © ফাইল ছবি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের অক্টোবর-২২ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা (তত্ত্বীয়) শুরু হবে আগামী ৩১ অক্টোবর।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আবু হারেজ (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

এতে বলা হয়েছে, সেমিস্টার ফাইনাল পরীক্ষা (অক্টোবর-২০২২) আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। হিসাব বিভাগের পাওনা পরিশোধ সাপেক্ষে আগামী ১৩ অক্টোবর থেকে আবেদনপত্র সংগ্রহ ও স্ব স্ব বিভাহে জমা দিতে হবে। সকল বিভাগের পরীক্ষার প্রবেশপত্র আগামী ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবরের মধ্যে সংগ্রহ করতে হবে।

সেমিস্টার ফাইনাল পরীক্ষা সংক্রান্ত আরেকটি নোটিশে বলা হয়, ৩১ থেকে অক্টোবর তত্ত্বীয় পরীক্ষা শুরু করে ২৩ নভেম্বরের মধ্যে সব বিষয়ের তত্ত্বীয়, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে।

উল্লখ্য, নির্ধারিত ৬ মাস সময়ের মধ্যেই গবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা সম্পন্ন হয়। গত ১৮ জুন চলতি সেমিস্টারের ক্লাস শুরু হয়।


সর্বশেষ সংবাদ