শিক্ষা দিবসে নবীনদের বরণ করলো পোর্ট সিটি ইউনিভার্সিটি

নবীনদের বরণ করলো পোর্ট সিটি ইউনিভার্সিটি
নবীনদের বরণ করলো পোর্ট সিটি ইউনিভার্সিটি  © টিডিসি ফটো

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ফল-২০২২’ ট্রাইমেস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ  অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো.আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো: নূরল আনোয়ার। 
 
প্রধান অতিথির বক্তব্য শিক্ষা সচিব মো.আবু বকর সিদ্দিক বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের  দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা শুধু  যেন উচ্চশিক্ষা সার্টিফিকেট নিয়েই এখান থেকে বের না হয়। উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিজেকে দক্ষ হিসেবে প্রমাণ  করার সময় এখন।

তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ট্রাস্টি বোর্ড, প্রক্টোরিয়াল টিম থেকে শুরু করে যা যা থাকা প্রয়োজন সবকিছুই  রয়েছে৷ অথচ দেশের প্রায় ৪৯ টি বিশ্ববিদ্যালয়ে নেই ভাইস চ্যান্সেলর, শুধু  বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেই চলবেনা, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ ও সার্বিক ব্যবস্থা নিশ্চিত  করতে হবে৷ আমরা এখন ‘গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন’ নিয়ে কাজ শুরু করেছি অর্থাৎ একজন শিক্ষার্থী আঞ্চলিক এবং বৈশ্বিক  সবজায়গায় যেন দক্ষ হয়ে গড়ে উঠতে পারে। সর্বপোরী শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে ওঠার ব্যপারে সর্বোচ্চ সচেষ্ট হওয়ার পাশাপাশি  পরিবার কর্তৃক বিশেষ  মনোযোগী হওয়ার তাগিদ দেন তিনি৷ 

সভাপতির বক্তব্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নূরল আনোয়ার বলেন, আমি শুধু সার্টিফিকেট অর্জনকেই একমাত্র শিক্ষা মনে করি না৷ এর মধ্যে থাকবে সুষ্ঠু আচার-ব্যবহার, নীতি-নৈতিকতা, মানবিকতা, বিবেকের তাড়না ও বিচারিক শক্তি৷ তবেই একজন শিক্ষার্থীর শিক্ষা দেশ ও জাতির কল্যাণে আসবে।  

এসময় রত্নগর্ভা বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশন থেকে বিশ্ববিদ্যালয়ের ৮২ জন মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে ২ লাখ ৮৩ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। নবীনবরণ উপলক্ষে এইদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. এম মুজিবুর রহমান, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, মোহাম্মদ আলী আজম স্বপন, আহসানুল হক রিজন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব কামরুল হাসান তালুকদার, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. গণেশচন্দ্র রায়, রেজিস্ট্রার ওবায়দুর রহমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ