খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ৮ এপ্রিল

প্রাথমিক শিক্ষক
প্রাথমিক শিক্ষক  © সংগৃহীত

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে গঠিত বাছাই ও নিয়োগ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ০৮ এপ্রিল (শুক্রবার) বিকেল ২.৩০ ঘটিকায় খাগড়াছড়ি জেলা সদরের ৫টি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রগুলো হলো খাগড়াছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল এবং টিউফা আইডিয়াল স্কুল। বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন: জানা গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন সম্ভাব্য তারিখ

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে। জুলাইয়ের মধ্যে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা মহামারির কোরণে নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে অবসরজনিত কারণে আরও দশ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়েছে। এ কারণে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছ; যা পাঠদান কার্যক্রমকে ব্যাহত করছে।

এর ফলে সমস্যা নিরসনে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তির শূন্যপদ ও বিজ্ঞপ্তির পরের শূন্যপদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে।


সর্বশেষ সংবাদ