প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগ দিলেন প্রাথমিকের সাবেক সচিব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৬ PM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:২২ PM
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব গোলাম মো. হাসিবুল আলম। প্রাথমিক সচিব হিসেবে যোগদানের পূর্বে তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেন। এসময় গোলাম মো. হাসিবুল আলমকে স্বাগত জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর ছিদ্দিক।
এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, রবিবার সকালে যোগদানের পর তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
গোলাম মো. হাসিবুল আলম ১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। পরে তিনি সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, রেভিনিউ ডেপুটি কালেক্টর (এনডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব, পটুয়াখালী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব এবং প্রাথমিক ক গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ) এর কান্ট্রি প্রোগ্রাম অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রোজেক্ট ডিজাইন ও ইমপ্লিমেন্টেশনের উপর উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।