বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন প্রাথমিক সচিব

প্রাথমিক সচিবের ক্লাস নেয়ার ছবি
প্রাথমিক সচিবের ক্লাস নেয়ার ছবি  © সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে নিজেই ক্লাস নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম।

সোমবার (১৮ অক্টোবর) নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ার চর এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে ক্লাস নিয়েছে তিনি। এ সময় তার সাথে ছিলেন প্রাথমিক শিক্ষার চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক ড. শফিকুল ইসলাম এবং নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাইদুল ইসলাম।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমের ক্লাস নেয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রাথমিক শিক্ষার সর্বোচ্চ কর্তাব্যক্তির এমন পদক্ষেপে শিক্ষকসহ সব স্তরের মানুষ প্রশংসায় ভাসিয়েছেন তাকে।

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ ছবিটি শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন, ‘‘বিদ্যালয় পরিদর্শনে এসে শ্রেণিকক্ষের শিক্ষকের পরিবর্তে নিজেই ক্লাস নিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব গোলাম মোঃ হাসিবুল আলম স্যার। ডিপার্টমেন্টের সর্বোচ্চ প্রশাসনিক অভিভাবক তথা সচিব মহোদয়ের সরাসরি ক্লাস নেওয়া এবং পরিদর্শনে গিয়ে অন্যান্য কর্মকর্তাগণকেও ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অবশ্যই ইতিবাচক ফল বয়ে আনবে।’’

নিগার সুলতানা নামে একজন লিখেছেন, ‘‘সম্মানীত সচিব স্যারের আন্তরিকতা দেখে সত্যিই অভিভূত হলাম। আশা করি শিক্ষকদের বিভিন্ন সমস্যাগুলো স্যার আন্তরিকতার সাথে উপলব্ধি করবেন এবং সমাধান করে শিক্ষকদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন ইনশাআল্লাহ।’’

মোস্তাফিজুর রহমান নামে একজন লিখেছেন, ‘‘অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় সচিব মহোদয় স্যারকে। তিনি প্রাথমিক শিক্ষকদের সকল বঞ্চনা ও বৈষম্য থেকে মুক্ত করে শিক্ষকদের মর্যাদা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবেন বলে বিশ্বাস, ইনশাআল্লাহ।’’


সর্বশেষ সংবাদ