শনিবার থেকে তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে দুদিন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৭ AM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৭ AM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম সমন্বয় করে নতুন ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে দুদিন হবে। আগামী শনিবার (২ অক্টোবর) থেকে এ রুটিন কার্যকর হবে।
বুধবার (২৯ অক্টোবর ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন এই সময়সূচি প্রকাশ করেছে। নতুন সময়সূচি অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস রোববার ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনিবার ও বুধবার অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মঙ্গলবার প্রথম শ্রেণি এবং সোমবার দ্বিতীয় শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে। আর পঞ্চম শ্রেণির ক্লাস আগের মতোই প্রতিদিন হবে। পঞ্চম শ্রেণির ক্লাসগুলো মধ্যাহ্নবিরতির পর হবে। বাকি শ্রেণির ক্লাসগুলো হবে মধ্যাহ্নবিরতির আগে। মধ্যাহ্নবিরতির সময় শ্রেণিকক্ষের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।