প্রাথমিক শিক্ষকদের বদলির পাইলটিং শুরু অক্টোবরে

প্রাথমিক শিক্ষকদের বদলির পাইলটিং শুরু অক্টোবরে
প্রাথমিক শিক্ষকদের বদলির পাইলটিং শুরু অক্টোবরে  © ফাইল ফটো

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের অনলাইনে বদলি শুরুর জন্য আগামী অক্টোবর মাস থেকে পাইলটিং শুরু হতে যাচ্ছে। প্রথমে গাজীপুরের একটি উপজেলা দিয়ে পাইলটিং শুরু হবে। এরপর পর্যাংক্রমে সারাদেশে পাইলটিং কার্যক্রম চলবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের বদলি সংক্রান্ত ভোগান্তি কমাতে অনলাইনে বদলি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে করোনার কারণে এই কার্যক্রম স্থগিত ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় স্থগিত কার্যক্রম ফের শুরু করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আগামী অক্টোবর মাস থেকেই বদলি সংক্রান্ত পাইলটিং শুরু হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডিপিই মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানান, করোনার কারণে অনলাইনে শিক্ষকদের বদলি সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত ছিল। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া যাচ্ছিল না। তবে এখন বিদ্যালয় খুলে দেওয়ায় এটি অবারও শুরু হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, আগামী অক্টোবর মাসে একটি উপজেলার মধ্য দিয়ে পাইলটিং শুরু হবে। ওই উপজেলার পাইলটিং শেষ হওয়ার পর পর্যায়ক্রমে সারাদেশে বদলি কার্যক্রম শুরু হবে।


সর্বশেষ সংবাদ