প্রাথমিকের উপবৃত্তির তথ্য এন্ট্রি শুরু ৯ মে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ০২:০৭ PM , আপডেট: ২৮ এপ্রিল ২০২১, ০২:০৭ PM
২০২০-২১ অর্থবছরে প্রাথমিকের শিক্ষার্থীদের ৩য় ও ৪র্থ কিস্তির উপবৃত্তির জন্য তথ্য অন্তর্ভুক্তি শুরু হবে আগামী ৯ মে। প্রধান শিক্ষকরা ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের পিইএসপি পোর্টালে ২৫ মে পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত করতে পারবেন।
বুধবার (২৮ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, ২০২০-২০২১ অর্থবছরের ৩য় ও ৪র্থ কিস্তির উপবৃত্তির টাকা যথাসময়ে বিতরণের জন্য উপবৃত্তি প্রকল্পভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আগামী ৯ মে থেকে ২৫ মে পর্যন্ত পিইএসপি পোর্টালে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি নিশ্চিত করতে অনুরোধ করা হলো।
নগদ কর্তৃপক্ষ আগামী ৯ মের আগেই পিইএসপি পোর্টাল উন্মুক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে জানিয়ে আদেশে বলা হয়েছে, আগামী ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হবে। অর্থবছরের বিধানের কারণে বর্ণিত ৩য় ও ৪র্থ কিস্তির উপবৃত্তির টাকা বিতরণ সংক্রান্ত ডাটা অ্যান্ট্রির কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার কোনো বিকল্প নেই। উপবৃত্তি প্রাপ্য প্রত্যেক শিক্ষার্থী ২০২১ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ের জন্য অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের ৩য় কিস্তিতে উপবৃত্তির টাকার সঙ্গে অতিরিক্ত ১ হাজার টাকা হারে কিট অ্যালাউন্স পাবেন। কিট অ্যালাউন্স দিয়ে ছাত্র-ছাত্রীদের জামা, জুতা, ব্যাগ কিনবে।
এতে আরও বলা হয়, ২০২০-২১ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কিস্তির (জুলাই-২০ থেকে ডিসেম্বর-২০) উপবৃত্তির টাকা অচিরেই সুবিধাভোগী অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে বিতরণ করা হবে।