প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি ৭৫% সম্পন্ন

আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম
আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম  © ফাইল ফটো

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার জন্য ৭৫ শতাংশ কাজ সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম। বুধবার (৩ মার্চ) গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

মহাপরিচালক বলেন, আমরা অনেক আগে থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিচ্ছি। যেসব বিদ্যালয়ে অবকাঠামোগত সমস্যা রয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে খোঁজ নিয়ে আমরা সেগুলো সমাধান করছি। ইতোমধ্যে আমাদের ৭৫ শতাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের বার্ষিক উন্নয়ন ভাতার জন্য ১ লাখ টাকা বাজেট থাকে। প্রতিবছর প্রথম ছয় মাসের জন্য ৫০ হাজার টাকা দেয়া হয়। তবে এবার শুরুতেই এক লাখ টাকা দেয়া হবে। যেন উন্নয়ন কাজ কোনো ভাবে থেমে না থাকে।


সর্বশেষ সংবাদ