ক্ষমা চেয়ে পার পেলেন প্রাথমিকের সাবেক মহাপরিচালক

সর্বোচ্চ আদালতে ক্ষমা চেয়ে পার পেলেন প্রাথমিকের সাবেক মহাপরিচালক
সর্বোচ্চ আদালতে ক্ষমা চেয়ে পার পেলেন প্রাথমিকের সাবেক মহাপরিচালক  © ফাইল ফটো

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সাবেক মহাপরিচালক ও বর্তমান প্রতিরক্ষা সচিব মো. আবু হেনা মোস্তফা কামালসহ ৫ শিক্ষা কর্মকর্তা আদালতের আদেশ না মানায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আজ সোমবার (১৪ ডিসেম্বর) আপিল বিভাগ তাদের ক্ষমা মঞ্জুর করে আদালত অবমাননা থেকে অব্যাহতি দিয়েছেন। গত ৭ ডিসেম্বর তাদেরকে তলব করেন আপিল বিভাগ।

এরই প্রেক্ষিতে আদালতে হাজির হন আবু হেনা মোস্তফা কামালসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. রমজান আলী, গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, গাইবান্ধার সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম ও গাইবান্ধার সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুমুল ইসলাম।

২০০৮ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় গাইবান্ধা সদর উপজেলার বিউটি বেগম প্রথম হন। কিন্তু তাকে নিয়োগ না দিয়ে দ্বিতীয় হওয়া নাজমা সুলতানাকে নিয়োগ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফলে গাইবান্ধার সহকারী জজ আদালতে মামলা করেন বিউটি বেগম।

মামলার শুনানি শেষে আদালত পরীক্ষায় প্রথম হওয়া বিউটি বেগমকে নিয়োগ দিতে নির্দেশ দেন। জেলা জজ ও হাইকোর্টেও সে আদেশ বহাল থাকে। এর বিরুদ্ধে আপিল শুনানি করে ২০১৭ সালের ৩ অগাস্ট ১৫ দিনের মধ্যে বিউটি বেগমকে নিয়োগ দিতে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। তারপরও নিয়োগ না পাওয়ায় বিউটি বেগম ওই কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।


সর্বশেষ সংবাদ