প্রাথমিকে দেশ সেরা প্রধান শিক্ষক শহিদুল ইসলাম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ০৮:৫৯ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২০, ০৮:৫৯ PM
প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের দেশের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মো. শহিদুল ইসলাম। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বিদ্যালয়-২) শামীম আরা নাজনীন বিষয়টি নিশ্চিত করেছেন।
শামীম আরা নাজনীন জানান, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম দেশের সেরা প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। আনুষ্ঠানিকভাবে তাকে খুব শীঘ্রই পুরস্কৃত করা হবে।
‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯’ উপলক্ষে তাকে দেশের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর আগে একই অনুষ্ঠানে মো. শহিদুল ইসলাম প্রথমে বালিয়াান্দি উপজেলা পর্যায়ে এবং পরে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়। এরপর ঢাকা বিভাগের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি দেশের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হন।
প্রাথমিকের দেশের সেরা প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। মো. শহিদুল ইসলাম বিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর পাস করেন। তিনি ২ ডিসেম্বর ১৯৯৮ সালে প্রধান শিক্ষক হিসেবে চাকরীতে প্রথম যোগদান করেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮’তে তার স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি জেলার সেরা প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়। দেশের মধ্যে তিনি প্রথম তার বিদ্যালয়ে ‘সততা ষ্টোর’ নামের বিক্রেতাবিহীন দোকান প্রতিষ্ঠা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। ২০১৬ সালে তিনি বালিয়াকান্দি উপজেলার প্রথম শিক্ষক হিসেবে সরকারী জিও তে ইন্দোনেশিয়া ভ্রমন করেন।