প্রাথমিকে প্যানেল শিক্ষক নিয়োগের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি

প্রাথমিকে প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের দাবিতে মার্চ মাসে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি
প্রাথমিকে প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের দাবিতে মার্চ মাসে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি  © ফাইল ফটো

প্রাথমিক বিদ্যালয়ে প্যানেল শিক্ষক নিয়োগে সংসদীয় কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। ‘২০১৪ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ প্যানেল বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি’র আহ্বায়ক সালেহা আক্তার আজ শুক্রবার প্যানেল প্রত্যাশীদের পক্ষে এই দাবি জানান।

সালেহা আক্তার বলেন, করোনা দুর্যোগের মধ্যে মানুষের জীবনের নিরাপত্তা নষ্ট করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়ে সহকারী শিক্ষকের শূন্যপদ পূরণে দীর্ঘসূত্রিতা দূর করতে ২০১৪ সালে স্থগিত ২০১৮ সালে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণদের প্যানেলের মাধ্যমে নিয়োগ দেওয়া হোক।

তিনি বলেন, চার বছর নিয়োগ পরীক্ষা স্থগিতের কারণে এসব প্রার্থীর চাকরির বয়স শেষ হয়ে গেছে। তাই সবাই প্যানেলের অপেক্ষায় এখন কর্মহীন বেকার জীবন-যাপন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই চান দেশে কোনও মেধাবী বেকার তৈরি না হোক।

পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগে প্যানেল পদ্ধতি চালুর সুপারিশ সংসদীয় কমিটির

এর আগে গত ২৬ আগস্ট অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় প্রাথমিক শিক্ষকের শূন্য পদে নিয়োগে দীর্ঘসূত্রিতা দূর করতে প্যানেল পদ্ধতি চালুর সুপারিশ করা হয়। এই সুপারিশের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ বাস্তবায়নের দাবি জানান প্যানেল প্রত্যাশীরা।


সর্বশেষ সংবাদ