দপ্তরিদের আন্দোলন স্থগিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ০৭:২৬ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২০, ০৭:৩৬ PM
বেতন বৈষম্য নিরসন ও চাকরি জাতীয়করণসহ তিন দফা দাবিতে রাজধানীর মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনের সড়কে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীরা। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত তাদের এই আন্দোলন স্থগিতের পাশাপাশি এ সময়ের মধ্যে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আজ সোমবার (২৪ আগস্ট) দিনভর আন্দোলন শেষে বিকেলে এ ঘোষাণা দেয়া হয়।
জানা যায়, আজ সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আসা কয়েক হাজার দপ্তরি কাম প্রহরী সড়কে অবস্থান নিয়ে তিন দফা দাবিতে অধিদপ্তরের সামনের সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকার সড়কগুলো বন্ধ হয়ে যায়। দুই পাশের সড়কগুলোতে যানজট দেখা দেয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
আন্দোলনকারীরা জানান, সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজার দপ্তরি কাম প্রহরী নিয়োগ দেয়া হয়েছে। সরকারি বিদ্যালয়ে চাকরি করেও তারা ন্যায্য বেতনভাতা পাচ্ছেন না। তাদের অমানবিকভাবে দিনে দাপ্তরিক কাজ ও রাতে প্রহরার দায়িত্ব পালন করতে হচ্ছে। ২০১৩ সালে এ পদে নিয়োগের পর থেকে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হচ্ছে। এভাবে চলতে পারে না। তাই তারা তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করেন।