প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিক্ষোভের ডাক দপ্তরিদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ১২:১৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২০, ০১:৪১ PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীদের রাজস্ব খাতভুক্ত করা ও কর্মঘণ্টা নির্ধারণের দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে। আগামীকাল সোমবার সকাল নয়টায় মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচিতে মিলিত হবেন কর্মচারীরা।
কর্মসূচিতে সভাপতিত্ব করবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘সংগঠন যার যার দাবী সবার’র আহ্বায়ক সাধন কান্ত বাড়ৈ। যুগ্ম আহ্বায়ক মামুন সরদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দপ্তরী কাম প্রহরী পদটি রাজস্ব খাতে স্থানান্তর, হাইকোর্টে দাখিলকৃত অধিদপ্তরের দেওয়া জবাব মোতাবেক কর্মঘন্টা নির্ধারণ, বেতন বৈষম্য নিরসন, কাজের ধরণ নির্ধারণ ও অবিলম্বে হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে দপ্তরী কাম প্রহরীদের অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।