প্রাইভেট পড়ানোর অভিযোগে প্রাথমিক শিক্ষক নেতার দণ্ড

জামালপুরের সরিষাবাড়ীতে প্রাইভেট পড়ানোর অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নেতাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহম্মেদ অভিযান চালিয়ে উপজেলা পরিষদ চত্বরে নিজ বাসায় প্রাইভেট পড়ানোর সময় হাতেনাতে তাকে আটক করে অর্থদণ্ড করেন।

অভিযুক্ত শিক্ষক হলেন- উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া আব্দুল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ামুল নাছির ভূঁইয়া মিন্টু। তিনি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

সরকারি নীতিমালা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে তিনি তার বাসায় প্রাইভেটের নামে কোচিং ব্যবসা চালিয়ে আসছেন। এই অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহম্মেদ ওই শিক্ষকের বাসায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মেনে প্রাইভেট পড়ানোর সময় তাকে আটক করেন।

পরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শিক্ষক নিয়ামুল নাছির ভূঁইয়া মিন্টুকে ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ