সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস ছুটি থাকবে কাল

  © ফাইল ফটো

আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিন সংসদ টিভিতে প্রাথমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নববর্ষ উপলক্ষে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সংসদ টিভি চ্যানেলের মাধ্যমে ১৪ এপ্রিলের পাঠদান কার্যক্রম সম্প্রচার বন্ধ থাকবে।

নতুন সূচি অনুযায়ী প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাঠদান কার্যক্রম পরের দিন ১৫ এপ্রিল থেকে ধারাবাহিকভাবে টিভি চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করা হবে। ১৫ এপ্রিল সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম প্রচার করা হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রকোপে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শ্রেণি কার্যক্রম টেলিভিশন ও অনলাইনে প্রচার করা হচ্ছে। ষষ্ট থেকে দশম শ্রেণি পর্যন্ত মাধ্যমিকের শ্রেণি কার্যক্রম সংসদ টেলিভিশনে সম্প্রচার শুরু হয় গত ২৯ মার্চ থেকে। আর প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম সংসদ টেলিভিশনে শুরু হয় গত ৭ এপ্রিল থেকে।


সর্বশেষ সংবাদ