স্কুলে পদদলিত হয়ে ১৪ শিক্ষার্থী নিহত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫২ AM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫২ AM
বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে পদদলিত হয়ে ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩৯ জন। ঘটনাটি ঘটেছে কেনিয়ার পশ্চিমাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে তারা হতাহত হয়। দেশটির সংবাদমাধ্যম দ্য ডেইলি নেশনকে এ তথ্য নিশ্চিত করেন পশ্চিমাঞ্চলীয় পুলিশ কমান্ডার পেরিস কিম্যানি।
দ্যা ডেইলি নেশনের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীরা তৃতীয় তলা থেকে নামতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। কেনিয়ার রেড ক্রসের মুখপাত্র পেটার আবয়াও বলেন, ‘বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সিঁড়ি থেকে নামতে গিয়ে তারা পদদলিত হয়। একটি তৃতীয় তলার ভবনে তাদের শ্রেণিকক্ষ রয়েছে।’
কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ ম্যাগোহা সম্প্রচারমাধ্যম সিটিজেন টিভিকে বলেন, ‘আমরা ১৪ শিক্ষার্থীকে হারিয়েছি। একটা জীবন হারানো মানে জাতির অনেক বড় ক্ষতি।’
সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, শিশুদের শারীরিক অবস্থার সবশেষ খবর জানতে কাকামেগা হাসপাতালের বাইরে উদ্বিগ্ন বাবা-মারা অপেক্ষা করছেন।