সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্থ বরাদ্দ তালিকা প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯, ০৯:৫১ AM , আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ১০:০৭ AM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের বিভিন্ন প্রকল্প থেকে ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থবছরে দেশের আট বিভাগের মধ্যে চারটিতে এ বরাদ্দ রয়েছে।
জানা গেছে, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর বিভাগের ৯ হাজার ৮৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে দুই লাখ টাকা করে বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দপ্রাপ্ত বিদ্যালয়সমূহে নির্দিষ্ট শর্তাবলী প্রতিপালন পূর্বক কার্য সম্পাদনের জন্য অনুরোধ করা হয়েছে।