শিক্ষকই পারেন আদর্শ শিক্ষার্থী তৈরি করতে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ০৯:০৯ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০১৯, ০৯:০৯ PM
‘একজন শিক্ষকই পারেন আদর্শ শিক্ষার্থী তৈরি করতে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সমন্বয়ে শিক্ষার গুণগতমান উন্নয় করা সম্ভব। এজন্য ক্লাসে শিক্ষকদের নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতির বিকল্প নেই।’
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নীলফামারী সরকারি কলেজে আয়োজিত অভিবাবক সমাবেশে এসব কথা বলেন বক্তারা।
কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়ের সভাপতিত্বে কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আরো বলেন, শ্রেণিকক্ষে পাঠদান আকর্ষণীয় করতে শিক্ষকের ভূমিকার বিকল্প নেই।
সমাবেশে বক্তৃতা দেন নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোশাররফ হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি এস এম সফিকুল আলম ডাবলু, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরি শাহিন, নীলফামারী সরকারি কলেজের শিক্ষক বাবুল হোসাইন, জাহাঙ্গীর আলম, মূর্তজা আলী, জাহিদুল ইসলাম, সফিউল বাসার, তারিকুল আলম, অভিভাবক আব্বাজ আলী, লালমোহন রায়, গণপতি রায়, নাজমা আকতার প্রমুখ।