সহকারীরা প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকরা এটিও হবেন

প্রধান ও সহকারী শিক্ষকদের বেতন নিয়ে চলমান নানা প্রতিক্রিয়ার মধ্যেই নতুন তথ্য দিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেছেন, সহকারী শিক্ষকদের মধ্যে যাদের পাঠদানের মান ভালো হবে, তাদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হবে। আর প্রধান শিক্ষকদের এটিও এবং টিও পদে পদোন্নতি দেয়া হবে। এজন্য ইতোমধ্যেইআমরা নীতিমালা করেছি, সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হবে না। 

বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে বিভাগীয় মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের উপপরিচালক আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, নারী ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।

পড়ুন:আমরা এখনও ইতিবাচক, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসছি


সর্বশেষ সংবাদ