নেত্রকোণায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন যারা

নেত্রকোণায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন যারা
নেত্রকোণায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন যারা  © সংগৃহীত

নেত্রকোণার জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ প্রাথমিক শিক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের তালিকা প্রকাশ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। বৃহস্পতিবার  (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রাথমিক  শিক্ষা অফিস তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

নেত্রকোণা জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিতরা হলেন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ)- মো: মতিউর রহমান, প্রধান শিক্ষক,বারহাট্টা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,বারহাট্টা।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা)- আফসারি খানম,প্রধান শিক্ষক, গোয়ালাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়,পূর্বধলা।

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা)- নুরুন্নাহার বেগম,সহকারী শিক্ষক,দোলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোহনগঞ্জ। 

শ্রেষ্ঠ অফিস সহকারী - মাজহারুল ইসলাম- অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক,জেলা প্রাথমিক শিক্ষা অফিস,নেত্রকোণা। 

শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার- মো: আবু রায়হান খান,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার,বারহাট্টা।

শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর - আশীষ কুমার পাল,পিটিআই, নেত্রকোণা। 

শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়- মাইলোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোহনগঞ্জ। 

এ ব্যাপারে জেলা প্রাথমিক  শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব মোহাম্মদ মোফাজ্জল হোসেন  জানান, জেলার ১০ টি উপজেলার বিজয়ীদের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ বাছাই পর্বের মাধ্যমে গত মঙ্গলবার আয়োজনটি অনুষ্ঠিত হয়। বাছাই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক। সদস্য সচিব ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং বোর্ডের সদস্য ছিলেন একজন এডিসি, এএসপি, এনডিসি এবং এডিপিইও।


সর্বশেষ সংবাদ