কেন্দুয়ায় বরণ করে নেওয়া হলো ১২১ প্রাথমিক শিক্ষককে

কেন্দুয়ায় বরণ করে নেওয়া হলো ১২১ প্রাথমিক শিক্ষককে
কেন্দুয়ায় বরণ করে নেওয়া হলো ১২১ প্রাথমিক শিক্ষককে  © টিডিসি ফটো

নেত্রকোনার কেন্দুয়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত ১২১ জন নবীন শিক্ষকদের বরণ করে নিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। 

সোমবার (৬ মে) বিকেলে পাবলিক হল অডিটোরিয়ামে নবীন শিক্ষকদের বরণ করে নেওয়া হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জামিরুল হক ভূঞার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন, কেন্দুয়া থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির আলম ভূঞা, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম খান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আসাদুজ্জামান, সহশিক্ষা অফিসার মীর্জা মোহাম্মদ, মো.আবুল কাশেম প্রমুখ।

এসময় কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও নবীন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবীন ও প্রবীণ শিক্ষকদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সর্বশেষ সংবাদ