কোটি টাকার বিনিময়েও শিক্ষক হওয়া যাবে না : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

‘কোটি টাকা দিয়েও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া যাবে না, কেবলমাত্র মেধার ভিত্তিতেই প্রাথমিকের শিক্ষক নিয়োগ হয়। যারা টাকা দিয়ে চাকরি নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির কাছে ধরনা দেন, দেন-দরবার করেন তারা টাকাটাই হারাবেন, চাকরি পাবেন না। কিছু কুচক্রী মহলের উদ্দেশ্যই থাকে ধোঁকা দিয়ে টাকা আত্মসাৎ করা।’ সোমবার প্রাথমিক শিক্ষা অধিদফতরে ‘মীনা দিবস-২০১৮’ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।

মীনা দিবসে আয়োজিত আলোচনা সভায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাসচিব আবু হেনা মোস্তফা কামাল সভাপতিত্ব করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নবনিযুক্ত সচিব মো. আকরাম-আল-হোসেন, জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেতা সিদ্দিকুর রহমানসহ প্রমুখ।

মাননীয় মন্ত্রী বলেন, ‘মেধাবী শিক্ষক নিয়োগ দিয়ে কোয়ালিটি শিক্ষা নিশ্চিত করা সম্ভব। সরকার একটি নির্দিষ্ট টার্গেট নিয়ে এগোচ্ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতে খুব বেশি দেরি নেই। আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিতের দিকে হাঁটছি। বিদেশে অশিক্ষিত নয়, শিক্ষিত মানবসম্পদ পাঠাতে চাই, যেন বিদেশে গিয়ে মাথা উচুঁ করে চলতে পারে।’

মীনা চরিত্র শিশুদের আদর্শ চরিত্র উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মীনা চরিত্র নারী শিশুদের একটি স্বপ্নের চরিত্র। মীনা নারী জাতির মহানায়ক। মীনা যুগের পর যুগ দশ বছর বয়সে থেমে আছে, আমরা তাকে বড় হতে দেব না। কারণ, মিনাকে এ বয়সেই মানায়। মীনা অপ্রতিরোধ্য, মীনা সকল নারী শিশুর আদর্শ।’

এ সময় সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘প্রাথমিক শিক্ষা অনেকদূর এগিয়েছে। স্বাক্ষরতার হার আগের তুলনায় বহুগুণ বেড়েছে। মায়েরা আগের চেয়ে অনেক সচেতন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মিড ডে মিল চালু করার পর দুপুরে শিশুর সঙ্গে বসে মায়েরা খাবার খায়। এতে তাদের মধ্যে মমত্ববোধ তৈরি হয়, শিশুরাও ক্লাসে মন দিতে পারে। আমি এ মন্ত্রণালয়ে নতুন এসেছি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ কাজ করে যাব।’

আলোচনা সভা শেষে শিশুরা নৃত্য ও গান পরিবেশন করে। এছাড়া সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার নিয়ে নাটিকা উপস্থাপন করে শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ