কলেজ শিক্ষিকা থেকে প্রাথমিকের প্রতিমন্ত্রী রুমানা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০৮:৪৮ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৪, ০৯:০৪ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকার নিউমডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষিকা রুমানা আলী টুসী। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনের শপথ অনুষ্ঠান শেষে তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
গাজীপুর-৩ আসনে প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয় পেয়েছেন প্রয়াত রহমত আলী মেয়ে রুমানা আলী টুসি। এমপি হয়েই শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর ডাক পেয়েছেন তিনি।
এর আগে তিনি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদে ১৪ নং সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন রুমানা।
পেশায় শিক্ষক হলেও তিনি রাজনৈতিক পরিবারের সন্তান। সাবেক মন্ত্রী ও গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য রহমত আলীর কন্যা রুমানা। অ্যাডভোকেট মো. রহমত আলী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্যও ছিলেন তিনি।