প্রাথমিকের ক্লাস রুটিন প্রকাশ

শ্রেণিকক্ষে শিক্ষার্থী
শ্রেণিকক্ষে শিক্ষার্থী  © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বছরের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এ রুটিন প্রণয়ন করেছে। এক শিফট ও দুই শিফটের স্কুলগুলোর জন্য আলাদা রুটিন প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) মনীষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রুটিন প্রকাশের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এক শিফটের স্কুলগুলো সকাল নয়টায় শুরু হয়ে চলবে সাড়ে তিনটা পর্যন্ত। আর দুই শিফটের স্কুলগুলোর ক্লাস সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকেল সোয়া চারটা পর্যন্ত। 

এনসিটিবি জানিয়েছে, ক্লাস রুটিনে পিরিয়ডের সময় ঠিক রেখে স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে বিষয়ের বিন্যাস পরিবর্তন করতে পারবেন। 

May be an image of blueprint, map and text

May be an image of floor plan, blueprint, ticket stub and text

May be an image of blueprint and text


সর্বশেষ সংবাদ