ভুয়া নিয়োগের গেজেট প্রকাশ, সতর্ক করল গণশিক্ষা মন্ত্রণালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘দপ্তরি কাম প্রহরী’ নিয়োগ সংক্রান্ত ভুয়া গেজেট প্রকাশ করেছে একটি মহল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘দপ্তরি কাম প্রহরী’ নিয়োগ সংক্রান্ত ভুয়া গেজেট প্রকাশ করেছে একটি মহল  © ফাইল ছবি

একটি মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘দপ্তরি কাম প্রহরী’ নিয়োগ সংক্রান্ত ভুয়া গেজেট প্রকাশ করেছে বলে সতর্ক করে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়। ফেসবুকে এক পোস্টে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান সংক্রান্ত ছবি শেয়ার করে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

মাহবুব রহমান লিখেছেন, প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয় সবাইকে সজাগ ও সতর্ক করার জন্য জানাচ্ছে যে, মহল বিশেষ অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘দপ্তরি কাম প্রহরী’ নিয়োগ সংক্রান্ত ভূয়া গেজেট প্রকাশ করেছে।

এ দেরকে চিহ্নিত ও আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান। এ ধরণের ভুয়া গেজেটে কাউকে বিভ্রান্তির মধ্যে না পড়তে অনুরোধ করেছেন তিনি।


সর্বশেষ সংবাদ