নতুন নিয়মে প্রাথমিক শিক্ষক বদলি জানুয়ারি থেকে

ক্লাস নিচ্ছেন শিক্ষক
ক্লাস নিচ্ছেন শিক্ষক  © ফাইল ফটো

আগামী বছরের জানুয়ারি মাস থেকে নতুন নিয়মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হবে। নিজেদের হাতে ক্ষমতা রেখে শিক্ষকদের বদলির নীতিমালা চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন নিয়নে অনলাইনে শিক্ষকদের বদলির আবেদন করতে হবে। প্রভাবশালী ব্যক্তিদের তদবির বন্ধ ও বদলি বাণিজ্য বন্ধেই অনলাইনে বদলি প্রক্রিয়া চালু করা হচ্ছে। এখন থেকে আর কোনো লিখিত আবেদন গ্রহণ করবে না প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

সূত্র জানায়, নতুন নীতিমালায় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অনলাইনে বদলির আবেদন গ্রহণ করা হবে। এরপর আর আবেদন করা যাবে না। নতুন নীতিমালায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তাদের হাতে বদলির ক্ষমতা রেখে দিয়েছেন। মন্ত্রণালয় চাইলে যে কোন সময় যে কাউকে যে কোন জায়গায় বদলি করতে পারবেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডিপিই মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানান, নতুন নিয়মে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অনলাইনে বদলির ব্যবস্থা চালু করতে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে৷ তবে তাতে কিছু ত্রুটি দেখা দেয়ায় সেটি সংশোধনের জন্য পাঠানো হয়েছে৷ সফটওয়্যার এবং পাইলটিং এর অনুমোদন পাওয়ার পর জানুয়ারি থেকে বদলি কার্যক্রম শুরু হবে।

এদিকে ডিপিই'র এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শিক্ষকদের বদলির ক্ষেত্রে প্রাপ্যতা এবং যৌক্তিক কারণ থাকলে শিক্ষকদের পছন্দের বিদ্যালয়ে বদলি করা হবে।

তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে বদলি সংক্রান্ত সব কাজ শেষ হয়ে যাবে। এর পর জানুয়ারি থেকে অনলাইনে বদলি আবেদন গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ