ছাত্রলীগকে ‘ধন্যবাদ’ শিক্ষা উপমন্ত্রীর

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল  © ফাইল ফটো

বাংলাদেশ ছাত্রলীগকে ‘ধন্যবাদ’ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে শিক্ষা উপমন্ত্রী ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, সামাজিক প্রতিরোধ ও মানুষের দৃষ্টি পরিবর্তনে ছাত্রলীগের ভূমিকার প্রশংসা করেছেন।

ফেসবুক পোস্টে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘ধন্যবাদ’ বাংলাদেশ ছাত্রলীগকে। জননেত্রী শেখ হাসিনার মাঠকর্মী হয়ে কোভিড-১৯ মোকাবিলায় যেভাবে মাঠে ছিল ছাত্রলীগ, তেমনই করে এখন নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, যৌন নিপীড়নের বিরুদ্ধে ঘরে-ঘরে গ্রামে-গঞ্জে, শহরাঞ্চলে, সর্বত্র সচেতনতা তৈরিতে উদ্যোগী ছাত্রলীগের শ্লোগানে পরাজিত হোক এই নিকৃষ্ট নরকের কীটগুলো।

শিক্ষা উপমন্ত্রী লিখেন, আমাদের মনে রাখতে হবে ধর্ষক, নিপীড়িক, যৌন হেনস্তাকারীরা কিন্তু আমাদের এই সমাজের মধ্যেই, আমাদের নিজেদের মধ্যেই বিদ্যমান। সুতরাং সচেতনতা সৃষ্টি, সামাজিক প্রতিরোধ এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কোনও বিকল্পই নেই।


সর্বশেষ সংবাদ