জিয়াউর রহমান মেধাবী শিক্ষার্থীদের হাতে অস্ত্র দিয়েছিল: জয়

আল নাহিয়ান খান জয়
আল নাহিয়ান খান জয়  © ফাইল ফটো

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশকে ধ্বংস করতে মেধাবী শিক্ষার্থীদের হাতে অস্ত্র এবং কালো টাকা তুলে দিয়েছিল। এর মাধ্যমে দেশের ছাত্রসমাজকে বিপথগামী করেছেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রবিবার নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় জয় এসব কথা বলেন।

জয় বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাস্টারমাইন্ড ও বাস্তবায়নকারী ছিলো জিয়াউর রহমান। পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করাই ছিল তার উদ্দেশ্য। তাই বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি জিয়ার লোকেরা দেশে গুম খুনের রাজত্ব কায়েম করে।

তারেক রহমানের সমালোচনা করে জয় বলেন, বিএনপি দেশের ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমানের কুলাঙ্গার অশিক্ষিত পুত্র তারেক রহমান দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতো। জিয়াউর রহমানের সেই সন্ত্রাসের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে তার পুত্র তারেক রহমান হাওয়া ভবনে বসে জঙ্গিবাদ সৃষ্টি করে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে জাতির পিতার কন্যা ও আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল।

অনুষ্ঠানে জয় আদালতের কাছে এই দুই দফা দাবি উত্থাপন করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে জিয়াউর রহমানকে দায়ী করে তার মরণোত্তর মৃত্যুদণ্ডের সাজা দিতে হবে। একইসাথে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারী জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানের যাবজ্জীবন সাজা বাতিল করে তিনি ফাঁসি দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজীবুল ইসলাম জুয়েল। এমময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানজিদুল ইসলাম শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক শামই নোমানসহ জেলা ও উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ