করোনায় আক্রান্ত খালেদা জিয়ার আইনজীবী

  © ফাইল ফটো

স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট আব্দুর রেজাক খান। তিনি প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদেরও আইনজীবী ছিলেন। প্রবীণ এই আইনজীবী বর্তমানে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন আব্দুর রেজাক খান। রেজাক খান বঙ্গবন্ধু হত্যা মামলাসহ দেশের গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলার আইনজীবী ছিলেন। ১৯৬৭ সালের ১৭ এপ্রিল থেকে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তবে ১৯৬৪ সাল থেকে তিনি ঢাকা জজ আদালতে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন।


সর্বশেষ সংবাদ