পায়ে হেঁটে ৩২৫ কিলোমিটার গণসংযোগ তাবিথের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৭:৪৪ PM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২০, ০৭:৪৪ PM
ঢাকা উত্তরে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ৫৪টি ওয়ার্ডে প্রায় ৩২৫ কিলোমিটারের বেশি পথ পায়ে হেঁটে গণসংযোগ করেছেন। এ পথ পরিক্রমায় জনগণের ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর রায়েরবাজার প্রেমতলা এলাকা থেকে গণসংযোগ শুরুর আগে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
তাবিথ আউয়াল বলেন, নির্বাচনী প্রচার শুরুর পর এই কয়দিনে প্রায় ৩২৫ কিলোমিটার হেঁটে মানুষের দ্বারে দ্বারে গেছি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে। ভোট সুষ্ঠু হলে ধানের শীষের বিজয় নিশ্চিত।
নিজের ওপর হামলার প্রসঙ্গ টেনে তাবিথ বলেন, সরকারদলীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে। এ সময় ভোটের মাধ্যমে এর জবাব দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
আজকের গণসংযোগে তাবিথ আউয়ালের সঙ্গে ছিলেন শত নাগরিক কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান ঢালী, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নিপুণ রায় চৌধুরী, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রমুখ নেতৃবৃন্দ।