ঢাকা সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি

  © ফাইল ছবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করাপোরেশনসহ সব স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে জানিয়ে, ইভিএম পদ্ধতি বাতিলের দাবি করেছে দলটি।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুই সিটি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ২৬ ডিসেম্বর, ২৭ ডিসেম্বর জমা ও ২৮ ডিসেম্বর বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব।

তিনি আরো বলেন, সরকারি দলকে জেতানোর জন্যই তাড়াহুড়ো করে এ নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে। ভোটের ফলাফলে প্রভাব ফেলার মত যতেষ্ঠ উপাদান ইভিএমে রয়েছে। আমরা ইভিএম বিরোধী। তবে বিএনপি নির্বাচনে অংশ নেবে।


সর্বশেষ সংবাদ