নকলে বাধা দেয়ায় পুলিশ পেটালেন যুবলীগ সভাপতি

যুবলীগ সভাপতি মোজাম্মেল হক অপু
যুবলীগ সভাপতি মোজাম্মেল হক অপু  © সংগৃহীত

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় কেন্দ্রে নকল সরবরাহে বাধা দেয়ায় এক পুলিশ সদস্যকে মারধর করেছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি। রোববার দুপুর ১২টার দিকে ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ আদর্শ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মারধরকারী মোজাম্মেল হক অপু ছলিমাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি। মারধরে আহত পুলিশ সদস্যের নাম নজরুল ইসলাম। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিব পারভীন আক্তার বাদী হয়ে মোজাম্মেল হক অপুকে প্রধান আসামি ও ২০/৩০ জনের বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ আদর্শ বিদ্যালয় কেন্দ্রের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার গণিত বিষয়ে পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে ছলিমাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মির্জা মোজাম্মেল হক অপু তার ভাগিনাকে নকল সরবরাহ করতে কেন্দ্রে প্রবেশ করতে চাইলে কর্তব্যরত পুলিশ সদস্য নজরুল ইসলাম তাকে বাধা দেন। এতে অপু ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যকে ধাক্কা মেরে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ২০-৩০ জন লোক নিয়ে কেন্দ্রে প্রবেশ করে পুলিশ সদস্য নজরুল ইসলামকে এলোপাতাড়ি মারতে শুরু করে। এ সময় তিনটি খাতা ছিঁড়ে ফেলেন।

পরে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও শিক্ষকরা এগিয়ে এসে ওই পুলিশ সদস্যকে উদ্ধার করেন। এ ঘটনার খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। এদিকে, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন যুবলীগ সভাপতি অপু ।

এ বিষয়ে কেন্দ্র সচিব পারভীন আক্তার বলেন, আমি আমার কক্ষে বসা ছিলাম। চেঁচামেচি শুনে বাইরে গিয়ে দেখি কিছু লোক ওই পুলিশ সদস্যকে মারধর করছে। এসময় তারা তিনটি খাতা ছিঁড়ে ফেলেছে। আমি থানায় একটি এজাহার জমা দিয়েছি।

বাঞ্ছারামপুর থানার অফিসার্স ইনচার্জ সালাহ উদ্দিন চৌধুরী জানান, ছলিমাবাদ কেন্দ্রে অপু নামের এক লোক কেন্দ্রে নকল সরবরাহ করতে গেলে পুলিশ সদস্য নজরুল ইসলাম বাধা দেয়ায় তাকে মারধর করে। খবর পেয়ে আমি গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করাই। এ ঘটনায় কেন্দ্রে সচিব বাদী হয়ে একটি এজাহার জমা দিয়েছেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

 


সর্বশেষ সংবাদ