কাশ্মীরে কংগ্রেস নেত্রীর শ্বশুর-শাশুড়ি নিখোঁজ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ০৮:০০ AM , আপডেট: ৩১ আগস্ট ২০১৯, ০৮:০০ AM
কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর গত ২২ দিন ধরে শ্বশুর-শাশুড়ির কোনো খোঁজখবর পাচ্ছেন না বলে জানিয়েছেন কংগ্রেস নেত্রী ও বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। ঊর্মিলার ব্যবসায়ী স্বামী মহসিন আখতার মীরের বাবা-মা কাশ্মীরে বসবাস করেন। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার ঊর্মিলা সংবাদিকদের বলেন, “তারা দুজনই ডায়বেটিক রোগী, তাদের উচ্চ রক্তচাপও আছে। আজ ২২ দিন ধরে আমি বা আমার স্বামী কেউই তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে বা কথা বলতে পারিনি। জানি না তাদের কাছে প্রয়োজনীয় ওষুধ পর্যন্ত আছে কিনা, তারা দুজনই অসুস্থ। এটা শুধু সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা নিয়ে প্রশ্ন নয়। বরং কতটা অমানবিকভাবে এটা করা হয়েছে, প্রশ্ন সেটা।”
গত ৫ অগাস্ট ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে কেন্দ্র শাসন জারি করে। এ বছর মার্চে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসে যোগ দেওয়া ঊর্মিলা মাতন্ডকর জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ভোটে হেরে যান।