শপথ বাক্য পড়লেন ঢাবি ছাত্রলীগের ২৫১ সদস্য
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ জুলাই ২০১৯, ০৩:২২ PM , আপডেট: ০২ জুলাই ২০১৯, ০৩:৪৬ PM
শপথ বাক্য পাঠ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের ২৫১ সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে তাঁদের শপথ বাক্য পাঠ করান।
কমিটির সদস্যবৃন্দের উদ্দেশ্যে সঞ্জয় চন্দ্র দাস বলেন, আপনাদের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অনেক দূর এগিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আন্দোলনে সব সময় পাশে ছিল, ভবিৎষতেও থাকবে।
শপথ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শুধুমাত্র সঞ্জিত চন্দ্র দাস ও আমার ওপর নির্ভরশীল নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ২৫১ সদস্যের ওপর নির্ভরশীল। ২৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা রয়েছেন তারা কোন ব্যক্তিগত রাজনীতি নয়, আদর্শিক রাজনীতিতে সবাই যেন সচেতন থাকেন। যতদিন দায়িত্বে থাকবেন, এই কাগজে যা রয়েছে তা হৃদয়ে ধারণ করে পালন করবেন।
শপথ গ্রহন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন,পূর্নাঙ্গ কমিটির সদস্যবৃন্দ ও ছাত্রলীগ হল সংসদের নেতৃবৃন্দ।