২৯ জানুয়ারি ২০২৬, ১৪:৪১

জামায়াতের দুই নেতা কেন মন্ত্রিত্ব ছাড়েননি, তারেক রহমানকে জবাব জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান  © টিডিসি সম্পাদিত

জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতি‌উর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের সময় মন্ত্রী ছিলেন। চারদলীয় জোট সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে থাকলে তারা তখন কেন পদত্যাগ করেননি, সম্প্রতি এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছিলেন, ‘আপনারা নিশ্চয়ই পত্র-পত্রিকায় দেখেছেন, এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যে স্বৈরাচার পালিয়ে গেছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা বিএনপিরই বিরুদ্ধে ব্যবহার করছে। ঠিক স্বৈরাচার যেভাবে বলতো- তাদের ভাষাই ব্যবহার করছে। আমার প্রশ্ন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদেরও দুই সদস্য বিএনপির সরকারে ছিলেন। বিএনপি যদি খারাপ হয়, তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করেননি?’

এ প্রশ্নের জবাব দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমাদের দুই নেতা সাবেক আমির মতি‌উর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ তারা পর্যায়ক্রমে তিন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। যতদিন ওই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, ওই সময়টাতে আমাদের প্রতিপক্ষ শক্ত কোনও সমালোচক বা শত্রুও আঙুল তুলে বলতে পারেনি যে, তারা অসৎ ছিলেন এবং তারা দুর্নীতিপরায়ণ ও স্বজনস্মৃতিপরায়ণ।’

আরও পড়ুন: তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ আমাদের অনুপ্রেরণা জোগাবে: মাহ্দী আমিন

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, ‘দুই-একজন নেতা এখন বলছেন, আমরা এত অসৎ ছিলে, আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে, অন্তত তিনটা মন্ত্রণালয় বেঁচে যাক। দুর্নীতির হাত থেকে রক্ষা পাক। কিছু একটা ঠিকানা মানুষ পেয়ে যাক। বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক, ভালো মানুষের হাতে দেশ গেলে সৎ থাকা সম্ভব। দুর্নীতিও দূর করা সম্ভব।’