২৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৩

নির্বাচনী প্রচারে হামলা, প্রথমবারের মতো মহাসমাবেশের ঘোষণা মহিলা জামায়াতের

জামায়াতে ইসলামীর মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর ‘বিএনপি নেতাকর্মীদের’ হামলার প্রতিবাদে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে মহিলা জামায়াত। আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর নারী শাখা এ কর্মসূচি পালন করবে।

জামায়াতে ইসলামীর মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। দুপুর সোয়া ১২টার দিকে এ সংবাদ সম্মেলন শুরু হয়। 

এতে বক্তব্য দেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এহসান মাহবুব জুবায়ের। তার পাশে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাওলানা এ টি এম মাছুম ও অলিউল্লা নোমান।

আরও পড়ুন: নির্বাচনী গণসংযোগে ছাত্রদলের বাধার পর রাস্তায় বসে পড়লেন নাসিরুদ্দিন

পরে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে ইলেকশন ক্যাম্পেইনের সময় নারীদেরকে হেনস্তা ও তাদের ওপর সহিংস হামলার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে।’