২৭ জানুয়ারি ২০২৬, ১০:১৭

ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত

জামায়াতের ‘জনতার ইশতেহার’ ওয়েবসাইটের হোমপেইজ ও ইনসেটে জামায়াতের লোগো  © সংগৃহীত ও সম্পাদিত

জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার প্রণয়নের উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে সম্প্রতি ‘জনতার ইশতেহার’ নামে একটি ওয়েবসাইট খুলেছে তারা। সেখানে এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি মতামত পেয়েছে বলে জানিয়েছে দলটি।

গতকাল সোমবার (২৬ জানুয়ারি) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ পেইজের এক পোস্টে বিষয়টি তুলে ধরেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম- জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার প্রণয়নের উদ্যোগ ‘জনতার ইশতেহার’ (www.janatarishtehar.org)। আপনাদের স্বতঃস্ফূর্ত, বিপুল ও আন্তরিক অংশগ্রহণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।

তিনি বলেন, গত ১০ ডিসেম্বর ২০২৫ ‘জনতার ইশতেহার’-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের সর্বস্তরের মানুষ যে দায়িত্ববোধ, সচেতনতা ও আগ্রহ নিয়ে মতামত দিয়েছেন- তা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এ পর্যন্ত ‘জনতার ইশতেহার’ প্ল্যাটফর্মে আমরা ৩৭,০০০টিরও বেশি মতামত পেয়েছি।

আরও পড়ুন: ‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রার্থীর বক্তব্য ভাইরাল

জামায়াত আমিরের তথ্যানুযায়ী দেশের মানুষের কাছ থেকে উত্থাপিত মতামতগুলোর মধ্যে জাতীয় খাতভিত্তিক, ৩০০টি সংসদীয় আসনভিত্তিক, পেশাভিত্তিক, অঞ্চল, শহর ও জেলাভিত্তিক বিভিন্ন ধরনের প্রস্তাবনাই এসেছে।

লিখিত মতামতের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক অডিও ও ভিডিও মতামতও কাছে এসেছে বলে জানান জামায়াত আমির। তিনি বলেন, এগুলো মানুষের আশা-আকাঙ্ক্ষা, অনুভূতি ও বাস্তব অভিজ্ঞতাকে আরও জীবন্ত করে তুলে ধরেছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আপনাদের অংশগ্রহণই প্রমাণ করে- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার হবে সত্যিকার অর্থেই 'জনতার ইশতেহার'। এটি আপনাদেরই কণ্ঠস্বর, আপনাদেরই ভাবনা, আপনাদেরই স্বপ্ন। ইনশাআল্লাহ, এই কণ্ঠস্বরের আলোকেই গড়ে উঠবে একটি ন্যায়ভিত্তিক, জনবান্ধব ও দায়িত্বশীল আগামীর বাংলাদেশ।

জামায়াতের তথ্যানুযায়ী, জনতার ইশতেহার হলো বাংলাদেশের প্রথম জনগণের সরাসরি অংশগ্রহণমূলক ও প্রযুক্তিনির্ভর ইশতেহার প্রণয়ন প্ল্যাটফর্ম, যেখানে নাগরিকরা শুধু ভোটার নন, বরং জাতীয় নীতিনির্ধারণের সহ-লেখক।

জামায়াতের দাবি, তারা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছে একটি সত্যিকারের People-Powered, জাতীয় ইশতেহার তৈরি করার উদ্দেশ্যে। এখানে জনগণের প্রতিটি মতামত, প্রতিটি প্রস্তাব এবং প্রতিটি অগ্রাধিকারই ইশতেহার প্রণয়নের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হবে।

তাছাড়া, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাগরিকদের মতামত, তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং প্রযুক্তিনির্ভর টুলের সমন্বয়ে Specific, Measurable এবং Time-bound কাঠামোয় একটি অংশগ্রহণমূলক “জনতার ইশতেহার” প্রণয়নই জামায়াতের এই উদ্যোগের লক্ষ্য।