বিএনপির ‘রিল মেকিং’ প্রতিযোগিতায় ফাতিহা আয়াতসহ যে ১০ জন জয়ী হলেন
আমেরিকা প্রবাসী আলোচিত শিশু কন্টেন্ট ক্রিয়েটর শিশু, মানবাধিকার ও জলবায়ুকর্মী ফাতিহা আয়াতসহ মোট ১০জন ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক ‘জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায়’ বিজয়ী রা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে আড্ডা ও মতবিনিময় করলেন। শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক আয়োজনে এই বিজয়ীরা আড্ডা ও মতবিনিময়ে অংশ নেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দেড়যুগ পর নির্বাসন থেকে দেশে ফেরার মুহুর্তকে স্মরণীয় করতে ‘জাতীয় রিল প্রতিযোগিতা’র আয়োজন করে বিএনপি। গেল ডিসেম্বরের ১৬ তারিখে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই প্রতিযোগিতার ঘোষণা দেন চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য মাহদী আমিন। তিনি জানান, ওইদিন থেকে ২৫ ডিসেম্বর অর্থাৎ তারেক রহমানের দেশে ফেরার দিন পর্যন্ত এই রিল প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে।
আরও পড়ুন: রিল বিজয়ীদের সঙ্গে আড্ডায় তারেক রহমান
এদিন সেই রিল প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও বিজয়ীদের সঙ্গে আড্ডা এবং মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন তার একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান।
এর মধ্যে বিএনপির প্রতিশ্রুত ফ্যামেলি কার্ড বিষয়ে বিজয়ী মো. তৌফিকুর রহমান, শিক্ষা বিষয়ে ফাতিহা আয়াত, পরিবেশ বিষয়ে রাফায়েতুল আহমেদ রাবিত, শিক্ষায় শেখ রিফাদ মাহমুদ, কৃষি কার্ড বিষয়ে মো. ইশরাফিল ও সাজেদুর রহমান (ইমন সাদি), আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক বিষয়ে শেখ মো. ইকতারুল ইসলাম, শিক্ষায় জারিন নাজনিন, আমার ভাবনায় বাংলাদেশ রিফাত হাসান ও রামেসা আনজুম রশ্মি তারেক রহমান ও জাইমা রহমানের সঙ্গে আড্ডা এবং মতবিনিময়ে অংশ নেন।