কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০
কুমিল্লার হোমনা উপজেলায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে হোমনা পৌরসভার শ্রীমদ্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক মন্ত্রী মরহুম এম. কে আনোয়ার এর কবর জিয়ারত শেষে হোমনার শ্রীমদ্দি গ্রামের মরহুম আব্দুল জলিল চেয়ারম্যানের কবর জিয়ারতের উদ্দেশ্যে তালা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খানের নেতৃত্বে একটি মিছিল হোমনা ওভার ব্রিজের কাছে পৌঁছালে অপর দিক থেকে আসা ধানের শীষ প্রতীকের নেতাকর্মীরা বাধা দেয়।
আরও পড়ুন: কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি
এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জহিরুল হক জহিরের গাড়ী ভাঙচুরসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।