নতুন সাজে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের তারিখ নির্দিষ্ট হওয়ার পর থেকেই সারা দেশের বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে শেষ সময়ে এর মাত্রা আরও বেড়েছে। নেতাকে বরণ করতে দুই-একদিন আগেই সারা দেশ থেকে ঢাকায় আসা শুরু করেছেন হাজার হাজার নেতাকর্মীরা।
এদিকে নতুন সাজে সেজেছে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, তিনতলা ভবন পুরোটাই নতুনভাবে রঙ করা হয়েছে। নিরাপত্তার জন্য ভবনটির চারপাশের দেওয়ালে কাটা তাঁর লাগানো হয়েছে। এছাড়াও ভিতরে বিভিন্ন ধরনের শিল্পকর্ম লাগানো হয়েছে। কার্যালয়টির আশেপাশে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ।
কার্যালয়কে ঘিরে সাজসজ্জা ও নিরাপত্তা প্রস্তুতির পাশাপাশি নেতাকর্মীদের আগমনও চোখে পড়ার মতো। বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা গুলশান কার্যালয়ে আসছেন, কেউ প্রস্তুতিমূলক সভায় অংশ নিচ্ছেন, কেউবা শুধু নেতাকে এক নজর দেখতে ভিড় করছেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে উঠেছে আশপাশের সড়কগুলো।
নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি করেছে। তাদের মতে, তারেক রহমানের ফিরে আসা শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
জেলা পর্যায়ের এক নেতা বলেন, তারেক রহমান আমাদের আন্দোলন-সংগ্রামের প্রতীক। তিনি দেশে ফিরছেন এ খবরেই আমরা নতুন শক্তি পাচ্ছি। দলের জন্য আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রেরণা মিলছে।
প্রসঙ্গত, দীর্ঘ প্রায় ১৮ বছর পর আজ বুধবার (২৪ ডিসেম্বর) প্রিয় মাতৃভূমির উদ্দেশে লন্ডন ছাড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) তিনি হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট বিজি-২০২ এ ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
আরও পড়ুন: ‘কাল আমাদের ঈদের দিন’
এ তথ্য নিশ্চিত করে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বুধবার মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে তারেক রহমানের ফ্লাইট ছেড়ে যাবে। তিনি জানান, বাংলাদেশ বিমানের ওই নিয়মিত ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও থাকবেন।
ঢাকায় পৌঁছানোর পর তিনি রাজধানীর তিনশ ফিট এলাকায় বিএনপি আয়োজিত এক সংক্ষিপ্ত গণসংবর্ধনায় অংশ নেবেন। অনুষ্ঠানে তারেক রহমানই একমাত্র বক্তা থাকবেন। বিএনপির প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের পাশাপাশি সাধারণ মানুষও এ গণসংবর্ধনায় অংশ নেবেন।